বিশেষ প্রতিনিধি, ডেইলি ভোরের সকাল।।
নড়াইল জেলা প্রতিনিধি।
নড়াইল সদর উপজেলার ভওয়াখালি গ্রামে জজের ভিটায় মোঃ সাইদ হোসেনের বাড়ির ভাড়াটিয়া মোঃ মিলন সরদারের বাসায় দিনে দুপুরে চুরির ঘটনা ঘটেছে। সোমবার সকালে এ ঘটনা ঘটেছে বলে জানান ভাড়াটিয়া মিলন। মিলনের বাড়ি কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামে। পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে সে এখানে ভাড়া থাকে। চুরির ঘটনায় নড়াইল সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
ভাড়াটিয়া মিলন বলেন, আমি প্রতিদিনের ন্যায় কাজের জন্য সকাল বেলা ঘর থেকে বের হয়ে হয়ে আমার কাজ শেষ করে বাসায় ফিরছি দুপুরের দিকে। এসে দেখি আমার আমার বাসার তালা ভাংগা এবং ঘরের মধ্যে সকল জিনিসপত্র ছড়ানো এলোমেলো অবস্থায় আছে। এ বাসায় আমি আমার পরিবার নিয়ে দীর্ঘদিন যাবত ভাড়া আছি। আমার স্ত্রী অসুস্থ সেজন্য আমার স্ত্রীকে আমি আমার গ্রামের বাড়িতে পাঠিয়েছি এখন বাসায় আমি একাই থাকছি। আমার ঘরে নগদ টাকা ও আমার স্ত্রীর স্বর্নালংকার ছিলো সেগুলো চুরির হয়েছে। চুরিতে আমি বড় ধরনের ক্ষতির মুখে পড়ে গেলাম৷ দিরে দুপুরে এমন ঘটনা ঘটবে কখনোই ভাবিনী৷ এবিষয়ে আমি সদর থানায় একটি অভিযোগ করেছি। পুলিশ পরিদর্শনে এসেছিলো৷ প্রশাসনের নিকট আমার দাবী চুরির মত বাজে কাজ যারা করে মানুষকে সর্বশান্ত করে দেই তাদের ধরে আইনের আওতায় এনে বিচারের দাবী জানাচ্ছি৷
প্রতিবেশী বাড়িওয়ালা বলেন, আমার বাসায় দিনের বেলা এমন একটা ঘটনা ঘটবে আমরা সেটা কখনও কল্পনাও করতে পারিনি। আমরাও প্রতিদেনের ন্যায় কাজের জন্য বাইরে চলে গেছিলাম। দিনের বেলা মানুষ চলাচল বেশি করে বিভিন্ন কাজ করে অনেক রকম শব্দ হয় এজন্য তার বাসায় যে ভাঙ্গা হইছে বিষয়টা আমরা বুজতে পারিনি। মিলন তার পরিবার নিয়ে দীর্ঘদিন যাবত আমার বাসায় ভাড়াটিয়া হিসেবে আছে। কিন্ত আজ এমন একটা ঘটনার সম্মুখিন হবো সেটা মেনে নিতে কষ্ট হচ্ছে। আমি প্রশাসনের কাছে জোর দাবী জানাই এ চুরির পেছনে কে বা কারা আছে তাদের বের করে বিচারের আওতায় আনতে হবে৷
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, চুরির ঘটনার সংবাদ পেয়েই পরিদর্শন করছি৷ এ বিষয়ে একটা লিখিত অভিযোগ পেয়েছি৷ আমরা জোর চেষ্টা করছি যে এর পেছনে কে বা কারা আছে বা এ কাজ করছে তাদের আইনের আওতায় আনার জন্য৷